আমাদের সম্পর্কে

বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ করে তুলতে এবং বেকারত্ব কমাতে আইটি ঘর ইনস্টিটিউট শুরু করেছে নতুন এক যাত্রা। বর্তমান বিশ্বে সার্টিফিকেটের চেয়ে বেশি মূল্য দেওয়া হচ্ছে বাস্তব স্কিলকে। কিন্তু সঠিক দিকনির্দেশনা ও রিসোর্সের অভাবে আমরা পিছিয়ে পড়ছি। এই সমস্যার সমাধানেই আমরা এনেছি দেশসেরা প্রশিক্ষক, আধুনিক কোর্স ও ক্যারিয়ার গাইডলাইন। আমাদের লক্ষ্য এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দের স্কিল শিখে এক্সপার্ট হবে এবং সেই স্কিল ব্যবহার করে ক্যারিয়ারে সাফল্য অর্জন করবে। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে এবং বেকারত্বের হার কমিয়ে আনতে। নিজের স্কিল ডেভেলপ করতে, ক্যারিয়ার গড়তে এবং নতুন এক দক্ষ বাংলাদেশ গড়তে আজই যুক্ত হও আইটি ঘর ইনস্টিটিউট এর সাথে।

কেন আইটি ঘর ইনস্টিটিউট অন্যদের থেকে সেরা !

It Ghor Institute

হাই কোয়ালিটি কোর্স

আমাদের সব কোর্স লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালিত হয় এবং সেই সেশনগুলো সুন্দরভাবে রেকর্ড করে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়। এতে শিক্ষার্থীরা ক্লাসের বাস্তব অভিজ্ঞতা এবং উচ্চমানের কনটেন্ট একসাথে পেয়ে থাকে।
It Ghor Institute

অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক

আইটি ঘর ইনস্টিটিউট-এর কোর্সগুলো তৈরি করা হয় অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের দ্বারা। তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো ক্লাসগুলো শিক্ষার্থীদের সহজে শেখায়, সাধারণ ভুল থেকে দূরে রাখে এবং দ্রুত সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করে।
It Ghor Institute

প্র্যাকটিক্যাল শেখার প্রক্রিয়া

আইটি ঘর ইনস্টিটিউট সবসময় কোর্স তৈরি করে একটি ধাপে সাজানো পরিকল্পনার মাধ্যমে। প্রতিটি টপিক আলাদা মডিউলে ভাগ করা থাকে, আর প্রতিটি মডিউলে থাকে ভিডিও ক্লাসের পাশাপাশি রিটেন ডকুমেন্ট, পিডিএফ, লার্নিং মেটেরিয়ালস এবং কুইজ। এই সাজানো লার্নিং মেথড শিক্ষার্থীদের দ্রুত ও সহজে যেকোনো বিষয় আয়ত্ত করতে সহায়তা করে।
It Ghor Institute

অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক

কোর্স সম্পন্ন করার পর আইটি ঘর ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা সার্টিফিকেট পান। এই সার্টিফিকেশন তাদের দক্ষতার স্বীকৃতি দেয় এবং ক্যারিয়ার গঠনে বাড়তি সুবিধা প্রদান করে।
It Ghor Institute